Header Ads

কিভাবে ব্লগার সাইট থেকে এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন? How to earn money with blogger?

ব্লগার এবং এডসেন্স এর মাধ্যমে টাকা আয়?


 ধরুন আপনি লিখালিখি করতে খুব ভালোবাসেন। আপনার লেখা আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান! এই কাজ টি করতে হলে আপনার যা যা করতে হবে তা হলো-

 প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইট খুলতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ওয়েবসাইট খুলতে তো টাকা লাগবে! কিন্তু এই ধারনা টি সম্পূর্ণ  ভূল। আপনি খুব সহজেই ব্লগার এর মাধ্যমে আপনার ওয়েবসাইট টি খুলে ফেলতে পারবেন এবং তার পর একটু কাস্টমাইজেশান করার পর আপনি সেখানে রেগুলার পোষ্ট করতে পারবেন।

আপনার পোষ্ট গুলা সকলের মধ্যে ছড়িয়ে দিবেন কিভাবে?

 পোষ্ট তো করে ফেললেন ! এবার সেই পোষ্ট গুলা পড়বে কে? হ্যাঁ পড়ার মানুষ অ রয়েছে। এর জন্য আপনাকে আপনার পোষ্ট গুলো সকলের কাছে পোঁছে দিতে হবে! সেই পোষ্ট অ আপনি সকলের কাছে পোঁছাতে  পারবেন। আপনি আপনার পোষ্টের লিংক মানুষের সাথে শেয়ার করতে পারবেন। আর শেয়ার করবেন কি করে? এর জন্য রয়েছে সোশাল মিডিয়া (ফেইসবুক,টুইটার ইত্যাদি)। এতে করে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাবেন।

তারপর আসে যে আপনি টাকা রোজগার করবেন কি করে?

মনে করুন, আপনার অনেক পোষ্ট দেয়া হইয়ে গেছে। এখন আপনি টাকা রোজগার করতে চাচ্ছেন এই লিখালিখির মাধ্যমে। তো এর জন্য আপনার এডসেন্সের সাথে কানেক্ট হতে হবে। তারপর এই এডসেন্সকে আপনার সাইটের সাথে কানেক্ট করার পর এডসেন্স তা রিভিও করবে। রিভিও করার পর তারা আপনার ওয়েবসাইটে এড শো করবে ।  যখন কেও আপনার পোষ্ট গুলো পড়তে আসবে তখন আপনার পোষ্টে থাকা এড গুলা অ দেখতে পাবে। তার কাছে আকর্ষণীয় মনে হলে সে ঐ এড টা তে ক্লিক করবে। তখন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন ।


No comments

Powered by Blogger.