Header Ads

Fiverr একাউন্ট সাস্পেন্ড হওয়ার কারন কি? Fiverr account suspend reason - 2018

ফাইবার কি এবং কেন একাউন্ট সাস্পেন্ড হয়?

ফাইবার হলো একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে  সেলাররা সার্ভিস সেল দিয়ে থাকে এবং বায়াররা তা কিনে থাকে। তবে এই সার্ভিস সেল করার সময় সেলার ফাইবার এর নিয়ম না মানলে ফাইবার তার একাউন্ট সাধারনত সাস্পেন্ড করে দেয়।



যে সব নিয়ম না মানলে সাধারনত ফাইবার একাউন্ট সাস্পেন্ড করে দেয় তা হলো-

১।আপনি যদি আপনার একই নাম দিয়ে একাধিক একাউন্ট  ব্যবহার করেন, তাহলে আপনার একাউন্ট সাস্পেন্ড হবে!
২।আপনি যদি আপনার বায়ারকে মেসেজে কিংবা গিগে অপ্রাগংগিক কথা বলেন তাহলে সাস্পেন্ড হওয়ার সম্ভবনা রয়েছে।
৩। আপনি যদি আপনার কোনো পারসোনাল ইনফরমেশন ফাইবারে আপনার বায়ার এর সাথে শেয়ার করে থাকেন, তাহলে ফাইবার আপনার একাউন্ট সাস্পেন্ড করে দেবে!
৪। ফাইবার এর কোনো ক্লায়েন্ট কে ফাইবারের বাইরে নিয়ে আসার চেষ্টা করলে ফাইবার একাউন্ট সাস্পেন্ড করে দিয়ে থাকে।
৫। ফেইক গিগ সেল এন্ড রিভিও করলে।
৬। গিগের টাইটেল এবং গিগ ডেস্ক্রিপশান কোনো কপি পেস্ট করলে।
৭। অন্যের গিগ ইমেজ কপি-পেস্ট করলে।
৮। গিগে কোনো লিঙ্ক শেয়ার করলে।

মূলত এইগুলাই মূল কারন আপনার একাউন্ট সাস্পেন্ড এর। আরো কিছু কারনে আপনার ফাইবার একাউন্ট টি ডিজেবল হয় যেতে পারে। সেগুলো হলো-

১। এক একাউন্ট একাধিক ডিভাইসে কানেক্ট করলে। ( একজন ব্যক্তির একটি একাউন্ট একাধিক পিসি বা মোবাইল থেকে কানেক্ট হতেই পারে! এতে ফাইবার একাউন্ট ডিসেবল করবে না। তবে মনে রাখতে হবে আপনি যেই পিসি বা মোবাইলে থেকে কানেক্ট হচ্ছেন সেই পিসি থেকে যেন আগে কোনো ফাইবার একাউন্ট সাস্পেন্ড না হয়ে থাকে! উদাহরন দিইয়ে বুঝানো হলো- মনে করুন- একজনের নাম- জনসন। সে একটি পিসি থেকে ফাইবার একাউন্ট খুলে। সে অই একাউন্টের অপব্যবহার করেছে। সে তার ক্লায়েন্ট দের সাথে খারাপ আচারন এবং ফাইবার এর রোলস কে অমান্য করেছে। যার ফলে ফাইবার থাকে চির তরের জন্য সাস্পেন্ড করে দিল। তারপর আপনি অই পিসি থেকে একটি নতুন একাউন্ট খুললেন। তখন ফাইবার মনে করবে যে- জনসন অই আবার একাউন্ট খুলেছে। তাই ফাইবার আপনার একাউন্ট অ সাস্পেন্ড করে দেবে! তখন আপনি মনে করবেন যে- আমি কি করলাম! আমার একাউন্ট সাস্পেন্ড করলো কেন?? আসলে আপনার একাউন্ট সাস্পেন্ড এর কারন হচ্ছে আপনার আগের জন । )

২। শেয়ার আইপি ব্যবহার করলে। বর্তমানে অধিকাংশ মানুষঐ শেয়ার আইপি ব্যবহার করে থাকে। অনেকে শেয়ার আইপি ইউজ করে আজীবন ফাইবার একাউন্ট চালাচ্ছে কিন্তু তার একাউন্ট সাস্পেন্ড হইনি। আরেকজন একদিন শেয়ার আইপি ব্যবহার করতেই তার একাউন্ট সাস্পেন্ড হয়ে গেল!! এর মূল কারন কি?? এর মূল কারনও ঠিক আগের ঘটনাটির মতোই। আপনার শেয়ার আইপি দিয়ে আপনি যেমন ব্যবহার করতেছেন ঠিক তেমনি ভাবে অন্যকেও  ব্যবহার করতেছে। আপনি হয়ত ভালো কাজে ব্যবহার করতেছেন কিন্তু অন্য একজন যে আপনার আইপি দিয়ে খারাপ কাজ করতেছে। কে কি করেছে সেটা ফাইবার দেখবে না ; তারা শুধু দেখবে যে এই আইপি টা এরকম করছে। তাই এই আইপি টাকেই ব্লক করে দেবে। তাই বলা যায় যে - শেয়ার আইপি -এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নিরভর করে। অনেকে এই শেয়ার আইপি দিয়ে অ আজীবন ফাইবার একাউন্ট ইউজ করছে কিন্তু তাদের টার সমস্যা হচ্ছে না। তাই একেবারে সিকিউর থাকার জন্য রিয়েল আইপি নেয়াটাই বেটার (আমার মতে)।

৩। তারপর হচ্ছে এক পিসিতে একাধিক  একাউন্ট । আপনি একাধিক একাউন্ট ইউজ করতে পারবেন তবে একাউন্ট গুলার নাম ভিন্ন রকম হতে হবে এবং একাউন্ট ইনফরমেশন ভিন্ন হতে হবে! তা না হলে ফাইবার আপনার একাউন্ট সাস্পেন্ড করে দেবে।


উপোরোক্ত বিষয় গুলার জন্যই ফাইবার একাউন্ট সাস্পেন্ড হয়ে থাকে। উপরোক্ত বিষয় গুলো এড়িয়ে চলতে পারলেই আপনার ফাইবার একাউন্ট ৯৯.৯৯% সিকিউর।

মনোযোগ দিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।


No comments

Powered by Blogger.