Header Ads

কীভাবে ব্লগারে থেম চেঞ্জ এবং কাস্টমাইজ করতে হয়? How to change theme and customize theme in blogger

ব্লগার এ একাউন্ট খোলার পরই প্রথম কাজ হচ্ছে  ওয়েবসাইটটি সুন্দর করে সাজানো। এর জন্য আপনার যা যা করনীয় তা নিচে দেয়া হলো-



১। প্রথমেই আপনাকে ব্লগার একাউন্টটিতে প্রবেশ করতে হবে। তারপর আপনি বাম দিকের নিচের দিকে একটি অপশান পাবেন। এই অপশান টির নাম হচ্ছে - Theme। তারপর থেম এ গেলে অনেক ফ্রী থেম আপনারা দেখতে পারবেন । সেই থেম গুলার যেকোনো একটি আপনাকে বাছাই করতে হবে। আর এই খান থেকে পছন্দ না হলেও সমস্যা নাই। আপনি ব্লগারের বাইরে থেকেও ফ্রী থেম এনে তা ব্যবহার করতে পারবেন। এজন্য কোনো সমস্যা হবে না। আর আপনি চাইলে প্রিমিয়াম থেম ও কিনতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে ব্লগার এর বাইরে থেকে থেম এনে ব্যবহার করতে হলে আপনাকে থেম সেটিংস এর ডান দিকের উপরের কোনোয় ব্যাকাপ/ রিস্টোর অপশান থেকে গিয়ে করতে হবে। তার পর সেখান থেকে আপনার থেম এর ফাইল টি আপ্লোড করে দিলেই হয়ে গেল।

২। থেম সিলেক্ট করার পর আপনাকে থেম কাস্টমাইজ করতে হবে। এর জন্য আপনাকে কাস্টমাইজ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি সেখান থেকে যেকোনো ব্যাকগ্রাউন্ড সিকেক্ট করতেপারবেন। মূলত ব্যাকগ্রাউন্ডটি আমাদের  ওয়েবসাইটের পিছনে থাকবে। তারপর আপনার থেমের উইডথ এডজাস্ট এবং লে আউট চেঞ্জ করতে পারবেন। তারপরের অপশান টি হচ্ছে এডভান্সড। এই অপশানেই মূলত মূল কাজ। এখানে যাবার পর আপনি মেইন কালার থেম চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে আপনার পছন্দ মতো যেকোনো কালার দিতে পারবেন। তারপর আপনার থেম অনুযায়ী আরো কিছু অপশান পাবেন যার মাধ্যমে আপনি আপনার সাইট টাকে সম্পূর্ণ আপনার মনের মতো সাজিয়ে ফেলতে পারবেন।

ধন্যবাদ।

No comments

Powered by Blogger.