Header Ads

Asus ZenFone 5Z Launch !! আসুস জেনফোন ৫জেড লঞ্চ ২০১৮- জুলাই

Asus ZenFone 5Z

আসুস জেনফোন ৫এর মূল স্পেসিফিকেশান- 

Display-6.2 inchies
RAM-8 GB
ROM-256 GB
CAMERA- (12+8) mg dual camera
REALEASED DATE- 2018, June
  

আসুস জেনফোন 5-জেড ফোনটি আসুস জেনফোন ৫ সিরিজের অন্যতম স্মার্ট ফোন। এর ডিসপ্লে হিসেবে থাকবে IPS LCD capacitive touchscreen । এর ডিসপ্লে সাইজ হবে -৬.২ ইঞ্চি। এতে করনিং গরিলা গ্লাস থাকবে। এতে কুয়াল কমের স্ন্যাপড্রাগন ৮৪৫ থাকবে। এতে সিপিউ হিসেবে থাকবে অক্টা কোর প্রসেসর এবং জিপিউ থাকবে এড্রেনো ৬৩০। বাজারে এর ৩ টি ভ্যারিয়েন্ট থাকবে। এর র‍্যাম হবে ৬ জিবি এবং রম হবে ৬৪ জিবি। এর বাকি দুটি ভ্যারিয়েন্ট হলো - ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম / ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।  এতে পিছনের দিকে থাকবে ডুয়েল ক্যামেরা (১২+৮) মেগা পিক্সেল। এবং ফ্রন্টে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে! এবং এর ব্যাটারী হিসেবে ৩৩০০ লি- ইওন নন রিমোভেবল ব্যাটারি থাকবে। এর কালার হবে -Midnight Blue, Meteor Silver ।৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে প্রায় ৫০০০০ টাকার মতো।


 

No comments

Powered by Blogger.