Invalid Imei Problem Solved! Bangla

হেল্লো জনগন!
আশা করি সবাই ভালোই আছেন। আমরা অনেকেই একটি সাধারণ সমস্যায় ভুগি তা হলো...
"ভাই IMEI Invalid হয়ে গেছে"
😭
😭 ক্যামনে ঠিক করবো
😭
😭.....
তাদের জন্যই আজ আমার এই ডক বানানো।
যারা জানেন তারা তো ভাই মহাজ্ঞানী, আর যারা জানেন না তাদেরই আজ জানাতে এই লেখালেখি।
স্টাটাস পোষ্ট করলে তা পোষ্টের পদতলে চাপা খেয়ে হারিয়ে যাবে, তাই ভাবলাম ডক তৈরি করি। (আমি কত বুদ্ধিমান
😉)
চলুন দেখি কিভাবে কি করা যায়
😜






প্রথমে MTK Engineering Mode App টি ইন্সটল দিন।
App টি ওপেন করে MTK Settings সিলেক্ট করুন।
এবার Swap করে Connectivity Tab এ যান।
সেখান থেকে CDS Information এ ক্লিক করুন।
Command Data Service নামের একটি পেইজ আসবে।
সেখান থেকে Radio Information এ Click করুন।
Phone 1
Phone 2
দুটি অপশন পাবেন, Phone 1 সিলেক্ট করুন।
AT+ লেখা দেখতে পাবেন, সেখানে Click করুন।
+ টি ডিলিট করে পুনরায় + লিখুন
এখন অনেক গুলো কমান্ড অপশন পাবেন,
সেখান থেকে AT+EGMR=17"" সিলেক্ট করুন।
AT+EGMR=17"12345678901"
এভাবে "012345678901" এর স্থানে আপনার IMEI বসিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন।
বি.দ্রঃ IMEI এর নম্বরগুলো অবশ্যই "" এর মাঝে বসাতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। আর আপনার IMEI নম্বর মোবাইলের বক্সে/ ব্যাটারি খুলে দেখেন আর খাতা/ নোটে লিখে রাখুন।
এবার আগের ধাপ গুলো অনুসরণ করে Phone 1 এর পরিবর্তে phone 2 সিলেক্ট করুন।
এবার আপনাকে AT+EGMR=1,10,"" সিলেক্ট করতে হবে।
এরপর আপনার আরেকটি IMEI নম্বর "" এর মাঝে দিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন।
এখন মোবাইলটি রিবুট/ রিস্টার্ট দিন ।
এবার *#06# দিয়ে দেখুন আপনার IMEI Number পেয়ে গেছেন।
No comments