99 Design Contest Rules
পুরো কনটেস্ট-টি দেখভাল করবেন (ক্লায়েন্ট সাইড ও ডিজাইনারস সাইড) ও পেমেন্ট রিলেটেড লেনদেন গুলো সম্পন্ন করবেন আমাদের এডমিন প্যানেল-এর পক্ষ থেকে একজন, যিনি হচ্ছেন ঐ কনটেস্টের এক্সিকিউটিভ এডমিন ।
.
এক্সিকিউটিভ এডমিন নতুন কনটেস্ট-টি গ্রুপে প্রাইজ মানি, ডেডলাইন (৩-৫ দিন), ক্লায়েন্ট'স ব্রিফ, কনটেস্টের ধরন (গ্যারান্টিড নাকি পোস্ট-পেইড) ও টোটাল প্রসিডিউর সহ ঘোষণা দিবেন । এরপরে কনটেস্ট শুরু হলে এক্সিকিউটিভ এডমিনকে ডিজাইনার-রা তাদের ডিজাইনগুলো ফেসবুক আইডি সহ ই-মেইলে পাঠাবেন । এরপরে এক্সিকিউটিভ এডমিন সেগুলো নিজে সংগ্রহ করে (প্রতি ২৪ ঘণ্টা পর পর) আমাদের ৯৯ডিজাইনস গ্রুপে সবগুলো একসাথে আপলোড করবেন । যেন কোনটি কার ডিজাইন সেটি না বুঝা যায় । এরপরে কনটেস্ট হোল্ডার/ক্লায়েন্ট প্রতিটা ডিজাইনে যেটাতে ফিডব্যাক দেয়া প্রয়োজন, সেখানে ফিডব্যাক দিবেন । সে অনুযায়ী ডিজাইনাররা পরবর্তী ডিজাইন জমা দিবেন, কিন্তু ওখানে ডিজাইনাররা কোন ধরনের কমেন্ট করতে পারবেন না । যেন কোন ভাবেই ডিজাইনার-দের আইডেন্টিটি প্রকাশ না পায় । যদি কোন প্রশ্ন থাকে তবে এক্সিকিউটিভ এডমিন-এর মাধ্যমে করবেন ।
.
এক্সিকিউটিভ এডমিন ও এডমিন প্যানেলের অন্যরাও কনটেস্টে অংশ নিতে পারবেন । তবে এক্ষেত্রে এক্সিকিউটিভ এডমিন-কে সততার পরিচয় দিতে হবে, কনটেস্ট-এর উইনার ঘোষণা দেয়ার আগ পর্যন্ত উনার নিজের ডিজাইন-কোনটি সে সম্পর্কে কনটেস্ট হোল্ডার/ক্লায়েন্ট-কে কোনভাবে জানাতে পারবেন না ।
.
কনটেস্টে ডিজাইন জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার ৫ দিনের মধ্যে কনটেস্ট হোল্ডার/ক্লায়েন্ট-কে তার পছন্দ কৃত ডিজাইন নির্ধারণ করতে হবে । যদি এক্ষেত্রে সময় কিছুটা বেশি প্রয়োজন হয়, তবে এক্সিকিউটিভ এডমিন-কে আগে থেকেই জানিয়ে নির্ধারণ করতে হবে । উইনিং ডিজাইন ঘোষণার আগে এর কপিরাইট ক্লেইম আছে কি না, তা যাচাই-বাছাই করবেন এক্সিকিউটিভ এডমিন । এক্ষেত্রে তিনি এডমিন প্যানেলের সহযোগিতা নিতে পারবেন ।
.
উইনিং ডিজাইন নির্ধারণ হওয়ার পরে উইনার ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল ফাইলস জমা দিবেন । যদি এর মাঝে কোন সমস্যা থাকে তবে তিনি তা এক্সিকিউটিভ এডমিন-কে অবহিত করবেন ।
.
সবশেষে এক্সিকিউটিভ এডমিন, উইনার-কে তার প্রাপ্ত প্রাইজ মানি তুলে দিবেন এবং উনি ঠিকমত প্রাইজ মানি পেয়েছেন কি না তা তিনি নিশ্চিত করবেন । সেই সাথে উইনার তার অভিজ্ঞতা কেমন হয়েছে তা তিনি গ্রুপে সংক্ষিপ্ত করে প্রকাশ করবেন । প্রাইজ-মানি সংগ্রহ, সংরক্ষন ও বিতরণ-এর সম্পূর্ণ দায়বদ্ধতা এক্সিকিউটিভ এডমিন-এর উপরেই বর্তাবে ।
-----------------------------------------------------------------------------------------------------------
ডিজাইনার'স সাইড ঃ
.
১. প্রতিদিন ১ জন ডিজাইনার সর্বচ্চ ২টি ডিজাইন জমা দিতে পারবেন । তাই সময় নিয়ে নিজের সেরা ডিজাইনটি ই-মেইলে জমা দিন ।
.
২. ডিজাইন জমা দেয়ার পূর্বে ডিজাইন-টি হুবহু অন্য কারোও ডিজাইন-এর সাথে মিলে কিনা তা গুগল ও অন্যান্য সোর্সের মাধ্যমে যাচাই-বাছাই করে নিন । আপনার ডিজাইন কনসেপ্ট অন্যের সাথে মিলতেই পারে, তবে প্রয়োগ যেন অন্য কারোও সাথে হবহু মিলে না যায় - সে দিকে লক্ষ্য রাখুন । আপনার ডিজাইনে রিপোর্ট হলে ও রিপোর্টের সত্যতা প্রমানিত হলে আপনাকে কনটেস্ট থেকে বহিষ্কৃত করা হতে পারে । সেক্ষেত্রে আপনার কোন ডিজাইন আর আপলোড করা হবে না ।
.
৩. অতি জেনেরিক ডিজাইন পুরোপুরি এভয়েড করুন । জেনেরিক ডিজাইন কি- যদি না বুঝেন তবে গুগল করুন । ইউনিক ও সুন্দর ডিজাইন করার চেষ্টা করুন ।
.
৪. রিপোর্ট ঃ এক্সিকিউটিভ এডমিন-কে ইনবক্স করার মাধ্যমে রিপোর্ট কৃত ডিজাইন-এর লিংক আর যে ডিজাইন থেকে রিপোর্ট করা হয়েছে সেই লিংক সরবরাহ করুন ।
.
৫. অন্যের ফিডব্যাক পড়ে ডিজাইন করা থেকে বিরত থাকুন । আমরা স্মার্ট চুরি ধরতে সিদ্ধহস্ত । ক্লায়েন্ট-এর নির্দেশনা অনুযায়ী কাজ করুন ও স্মার্টলি ডিজাইন প্রেজেন্ট করুন ।
.
৬. এমেচার/ আনাড়ি কোয়ালাটির ডিজাইন এপ্রুভ করা হবে না । তাই ডিজাইন কোয়ালিটির দিকে মনোযোগ দিন ।
.
৭. আপনি যদি ডিজাইন জমা দেন আর সেই ডিজাইন যদি আপলোড করা না হয়, তবে ধৈর্য ধরুন । বিভিন্ন কারণে আপনার ডিজাইন বাতিল করা হতে পারে, যেমন ঃ লো কোয়ালিটি, কপি ডিজাইন, অন্যের ফিডব্যাক চুরি, কনটেস্ট থেকে বহিস্কার ইত্যাদি । অসংখ্য ডিজাইনার ডিজাইন জমা দিবেন বিধায় আপনাকে কারণ দর্শানোর সুযোগ নাও পাওয়া যেতে পারে ।
.
৮. কনটেস্টে এডমিন প্যানেলের যে কেউ অংশগ্রহণ করতে পারেন, এমনকি এক্সিকিউটিভ এডমিন-ঔ অংশ গ্রহণ করতে পারেন । তবে, উইনার নির্ধারণ করার আগ পর্যন্ত তিনি তার ডিজাইন সম্পর্কে কনটেস্ট হোল্ডার-কে কোন প্রকার সামান্য ইংগিত-ঔ দিতে পারবেন না । এমন স্বচ্ছ ও সৎ ব্যক্তি-কেই আমরা এক্সিকিউটিভ এডমিন হিসেবে নির্ধারণ করব ইন-শা-আল্লাহ ।
.
৯. ডিজাইন যেহেতু ফেসবুকে সবার সামনে কনটেস্ট হোল্ডার-কে দেখানো হবে, তাই এটি মাথায় রেখেই ডিজাইন করুন। যেন ডিজাইন-টি খুব ছোট না হয়ে যায় যে দেখাই মুশকিল হয়ে পড়ে ।
.
১০. কোন বিশেষ প্রশ্ন থাকলে তা অ্যাডমিন প্যানেল-এর মেম্বার-দের করুন ।
.
১১. ডিজাইনার-কে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং উইনিং ডিজাইনারকে বাংলাদেশ থেকেই পেমেন্ট নিতে হবে । আমরা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ পেমেন্ট প্রেফার করি ।
.
১২. কনটেস্ট হোল্ডার-এর সাথে কনটেস্ট চলাকালীন সময়ে কোনভাবেই যোগাযোগ করা যাবে না । এমনকি আপনার ডিজাইনের ফিডব্যাক-এর রিপ্লাই হিসেবেও না । শুধুমাত্র কোন কিছু বুঝতে সমস্যা হলে এক্সিকিউটিভ এডমিন-কে জিজ্ঞাসা করুন । আপনি যত টুকু ফিডব্যাক বুঝেছেন সে অনুযায়ী দ্রুত কাজ করে জমা দিন । আপনি যদি ভুলক্রমে ফিডব্যাকে কমেন্ট করে বসেন অথবা যদি কনটেস্ট হোল্ডার-এর সাথে ইনবক্সে যোগাযোগ করে বসেন, তবে প্রমাণ পাওয়ার সাথে সাথে আপনাকে গ্রুপ থেকে ব্যান করা হতে পারে ।
.
১৩. ডিজাইন জমা দেয়ার পাশাপাশি ইমেইলে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক-টাও প্রতিবার জমা দিন । যেন আপনি উইনার হলে আমরা আপনাকে দ্রুত সনাক্ত করতে পারি ।
.
১৪. আপনি যদি উইনার নাও হন, তবে ভেঙ্গে পড়বেন না। পরবর্তী কনটেস্টের জন্যে অপেক্ষা করুন ও ডিজাইন কোয়ালিটি ইম্প্রুভ করতে থাকুন । আমরা আমাদের সর্বচ্চ সততার সাথে প্রতিটা কনটেস্ট সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ ।
.
১৫. যেকোন প্রকার দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বা অসামঞ্জস্য পরিস্থিতির উদ্ভব হলে এডমিন প্যানেলের সিদ্ধান্ত-ই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
-----------------------------------------------------------------------------------------------------------
ক্লায়েন্ট/কনটেস্ট হোল্ডার'স সাইড ঃ
.
(১) কনটেস্ট পরিচালনা ফি (অফেরত যোগ্য) -
ক. প্রাইজমানি ৫০,০০০ টাকা পর্যন্ত ফি - ৩,০০০ টাকা ।
খ. প্রাইজমানি ৫০,০০১ টাকা ১,০০,০০০ টাকা পর্যন্ত ফি - ৫,০০০ টাকা ।
গ. প্রাইজমানি ১,০০,০০১ টাকা ত্থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ফি - ৭,৫০০ টাকা ।
ঘ. প্রাইজমানি ১,৫০,০০১ টাকা ত্থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত ফি - ১০,০০০ টাকা ।
.
(২) কনটেস্ট পরিচালনা ফি ও প্রাইজ মানি সবসময় আলাদা হিসেবেই বিবেচিত হবে । এই দুটো-কে এক করে কোথাও প্রকাশ করা যাবে না ।
.
(৩) ন্যূনতম কনটেস্ট প্রাইজমানি ২৫,০০০ টাকা । কেউ যদি কোন কনটেস্ট শুরু করতে চায় তবে সব মিলিয়ে তাকে ন্যূনতম ২৫,০০০ টাকা ও কনটেস্ট পরিচালনা ফি ৩,০০০ টাকা, মোট ২৮,০০০ টাকা প্রদান করতে হবে ।
.
(৪) কনটেস্ট হোল্ডার এক্সিকিউটিভ এডমিন-এর মাধ্যমে ২ ধরনের কনটেস্ট সাবমিট করতে পারবেন । ১. গ্যারান্টিড কনটেস্ট ও ২. পোস্ট-পেইড কনটেস্ট । গ্যারান্টিড কনটেস্ট-এ পেমেন্ট (প্রাইজ মানি+কনটেস্ট ফি) আগে থেকে এক্সিকিউটিভ এডমিন-কে প্রদান করতে হবে । আর পোস্ট-পেইড কনটেস্টে পেমেন্ট, উইনার ঘোষণা করার আগে এক্সিকিউটিভ এডমিন-কে প্রদান করতে হবে । এছাড়া কনটেস্ট হোল্ডার চাইলে কনটেস্ট চলাকালীন সময়ে এক্সিকিউটিভ এডমিন-কে পেমেন্ট প্রদানের মাধ্যমে, পোস্ট-পেইড কনটেস্ট-কে গ্যারান্টিড কনটেস্ট-এ রুপান্তর করতে পারবেন ।
.
(৫) কনটেস্ট হোল্ডার যদি নির্ধারিত সময়ের মধ্যে.উইনার ঘোষণা না দেন ও এক্সিকিউটিভ এডমিন-এর সাথে কোন প্রকার যোগাযোগ না রাখেন, তবে -
(ক) গ্যারান্টিড কনটেস্ট-এর ক্ষেত্রে, আরও ৩০ দিন অপেক্ষা করার পরে অ্যাডমিন প্যানেল মেম্বার-দের ভোটের মাধ্যমে তাদের চোখে সেরা ডিজাইনারদের নির্বাচন করে, সেরা ডিজাইনার-দের মাঝে প্রাইজ মানি বিতরণ করা হবে । এক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্ত-ই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
(খ) পোস্ট-পেইড কনটেস্ট-এর ক্ষেত্রে, আরও ৩০ দিন অপেক্ষা করার পরে কনটেস্ট-টি পুরোপুরি লকড/বন্ধ বলে গণ্য হবে । পরবর্তীতে যদি কনটেস্ট হোল্ডার পুনারায় যোগাযোগ চালু করে উইনিং ডিজাইন এক্সিকিউটিভ এডমিন-এর মাধ্যমে ঘোষণা দিতে চান, তবে কনটেস্ট হোল্ডার-কে পুনরায় কনটেস্ট পরিচালনা ফি প্রদান করতে হবে ।
.
(৬) কনটেস্ট হোল্ডার চাইলে উইনিং ডিজাইনার-কে প্রাইজ মানির পাশাপাশি এক্সিকিউটিভ এডমিন-এর মাধ্যমে বোনাস প্রদান করতে পারবেন । উক্ত বোনাস-কে প্রাইজ মানির অংশ হিসেবে বিবেচনা করা হবে ।
.
(৭) কনটেস্ট হোল্ডার, স্বচ্ছ নীতি অনুযায়ী কনটেস্ট চলাকালীন সময় থেকে প্রাইজ মানি বিতরণ পর্যন্ত কোন ডিজাইনার-এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না ।
.
(৮) কনটেস্ট হোল্ডার-কে কনটেস্টের প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করতে হবে । যেমন ঃ ব্র্যান্ড/কোম্পানির নাম, ব্র্যান্ড/কোম্পানির উদ্দেশ্য, টার্গেট ওডিএন্স, ব্র্যান্ড/কোম্পানির ইতিহাস, কালার, ডিজাইনের ধরন/প্রকৃতি, প্রতিযোগী, কনটেস্ট হোল্ডার-এর পছন্দকৃত ডিজাইনের উদাহরণ ইত্যাদি ।
.
(৯) কনটেস্ট হোল্ডার-এর সাথে এক্সিকিউটিভ এডমিন কনটেস্ট চলাকালীন সময় নিয়মিত ও দ্রুত যোগাযোগ রাখবেন ।
.
(১০) যে কোন প্রকার অবৈধ ও ক্ষতিকর কোন প্রডাক্ট/ব্র্যান্ডের কনটেস্ট করা যাবে না ।
.
(১১) যে কোন প্রকার দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বা অসামঞ্জস্য পরিস্থিতির উদ্ভব হলে এডমিন প্যানেলকে দ্রুত অবহিত করতে হবে, এডমিন প্যানেল সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে ।
.
(১২) এডমিন প্যানেল কনটেস্ট চলাকালীন সময়ে 'এক্সিকিউটিভ এডমিন' পরিবর্তন করার ক্ষমতা রাখেন ।
No comments