Fiverr- How to Withdraw Money?
আমরা জানি ফাইভার থেকে ৩ টি মাধ্যমে উইথড্র / টাকা উঠানো যায়। চলুন পর্যায়ক্রমে দেখে নিই।
১। পেপাল ঃ
অনলাইন এর ক্ষেত্রে সবচেয়ে দ্রুত উইথড্র সিস্টেম হচ্ছে পেপাল। পেপালের মাধ্যমে আপনি আপনার পেমেন্ট ফাইভার থেকে উইথড্র দিতে পারবেন।
পেপালের মাধ্যমে সর্বনিন্ম ৳১ ডলার উইথড্র দিতে পারবেন।
২। ফাইভার রেভিনিউ কার্ড বা পেইনিওর ঃ
রেভিনিউ কার্ড বা পেইনিওর এর মাধ্যমে আপনি যদি উইথড্র দিয়ে থাকেন তাহলে আপনাকে নরমাল উইথড্র দেয়ার জন্য ৳১ ডলার চার্জ করা হবে এবং ২/৩ দিনের মদ্ধ্যে আপনার একাউন্টে ডলার জমা হয়ে যাবে। আর যদি এক্সপ্রেস / দ্রুত উইথড্র দিয়ে থাকেন তাহলে ৳৩ ডলার চার্জ্জ করা হবে এবং ২ ঘন্টার মধ্যে ডলার আপনার একাউন্টে জমা হবে।
পেইনিওর এর মাধ্যমে আপনি সর্বনিন্ম ৳৫ ডলার উইথড্র দিতে পারবেন।
৩। ব্যাংক উইথড্রঃ
ব্যাংক উইথড্র দেয়ার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই পেইনিওর একাউন্ট খুলতে হবে প্রথমে আর যদি আগে থেকেই পেইনিওর একাউন্ট থেকে থাকে তাহলে সেটা ব্যাংক উইথড্র অপশনে যেয়ে এড করে নিতে পারেন।
ব্যাংক উইথড্র এর ক্ষেত্রে আপনি সর্বনিন্ম ৳২০ ডলার উইথড্র দিতে পারবেন।
এখানে আমি নিজের মত করে যথাসম্ভব ব্যাখ্যা করার চেস্টা করেছি।
এই বিষয়ে আরো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন । যারা উত্তর জানবে তারা অবশ্যই যথাসম্ভব সাহায্য করার চেস্টা করবে।
আরো বিস্তারিত জানার জন্য ফাইভারের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
No comments