About Payoneer card

কাদের জন্যে payoneer মাস্টার কার্ড , এই কার্ড দিয়া কি করবেন , কার্ড থাকার সুবিধা কি কি ,কিভাবে payoneer mastercard এর জন্যে এপলাই করবেন এবং প্রথম ১০০$ লোড এ ২৫$ বোনাস পাবেন ?
কাদের জন্যে payoneer মাস্টার কার্ড :
1. যারা বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করেন |
2. যারা সরাসরি US কোম্পানি এর সাথে কাজ করেন |
3. যারা সরাসরি EU কোম্পানি এর সাথে কাজ করেন |
4. যারা অনলাইন এ ব্যবসা করেন যেমন ডোমেইন , হোস্টিং , ই-কমার্স |
5. ফ্রীলান্সার , এন্টারপ্রেনেটার |
6. যারা ক্রস বর্ডার বিজনেস করেন ইত্যাদি |
payoneer মাস্টার কার্ড সুবিধা :
1. বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টাকা উঠাতে পারবেন |
2. US কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
3. EU কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
4. লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন payonner এর $$ |
5. ফ্রি ATM মাস্টার কার্ড দিয়া বুথ থেকে সরাসরি কম সময়ে টাকা তুলতে পারবেন |
6. ক্রস বর্ডার বিসনেস করতে পারবেন কোনো চিন্তা ছাড়া |
7. খুব দ্রুত ও নিরাপদ আপনি আপনার টাকা পেতে পারেন |
8. প্রথম ১০০$ লোড এ ২৫$ বোনাস পাবেন |
সতর্কতা
> জাদের Payoneer Debit Master Cardআছে তারা Registration/Apply করবেন না ।
> আপনার ঠিকানা ঠিক মত দিন কারন ওই ঠিকানা তে ই কার্ড Delivery দাওয়া হবে।
> যাদের Payoneer Debit Master Cardদরকার নেই তারা Registration/Apply করবেন না ।
> কার্ড এর শাথে একটি Letter থাকে যাতে PIN Code থাকবে এটি গোপন তাই গোপন রাখুন।
> কার্ড পাওয়ার সাথে সাথে Payoneer এর ওয়েব সাইট এ গিয়ে আপনার Account এ Login করুন এবং কার্ড টি Active করুন।
No comments